লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী বাবু হিরোলাল দেবনাথকে হত্যার ঘটনায় প্রতিবাদে মৌন মিছিল, মানববন্ধন ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন বাজুস জেলা শাখার নেতারা। একইসঙ্গে খুনিদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রবিবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে জেলা বিএনপি, জামায়াত ও বণিক সমিতির নেতারা একাত্মতা পোষণ করেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
একই দাবি জানান জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ও যুব ঐক্য পরিষদের নেতারা।
এ্যানি তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে অল্প সময়ের জন্য। তারা দেশ পরিচালনায় যেখানেই যাচ্ছে, সেখানেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি চক্র সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। এরা তারাই যারা বিগত দিনে অত্যাচার, নির্যাতন ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল। আমরা সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে আছি। আমাদের দায়িত্ব হলো ষড়যন্ত্র প্রতিহত করা, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সজাগ থাকা।
এর আগে, শহরের স্বর্ষকার রোড এলাকা থেকে একটি মৌন মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সমবেত হন সবাই। পরে বাজুস জেলা সভাপতি সমীর কর্মকারসহ নেতৃবৃন্দ জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেনের কাছে স্মারকলিপি পেশ করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িতদের ধরতে ও ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। পুলিশ খুব দ্রুত হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে সক্ষম হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে কাজীর দিঘীর পাড় বাজারে অবস্থিত মাতৃ শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বর্ণ ব্যবসায়ী বাবু হিরোলাল দেবনাথকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার নিহতের ছেলে প্রীতম বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/ইই