রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বরিশাল আঞ্চলিক কেন্দ্রে নেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের বেশ কয়েকটি বিভাগীয় শহরে কেন্দ্র নির্ধারণ করেছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে কেন্দ্র রয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগকেও অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বরিশাল বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রতি বছর বরিশাল বিভাগের অসংখ্য ভর্তিচ্ছু শিক্ষার্থী দীর্ঘ ৩৬৩ কি.মি পথ অতিক্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ভোগান্তি ও ঝামেলার সসম্মুখীন হতে হয়। বরিশাল বিভাগের ছয়টি জেলার অসংখ্য শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে থাকেন। তাছাড়া এই অঞ্চলে শিক্ষার হার বেশি। এ বছর ভর্তি পরীক্ষায় বিভিন্ন অঞ্চল রাখা হলেও বরিশালকে বিবেচনা করা হয়নি, যা খুবই দুঃখজনক। তাই অবিলম্বে ভর্তি পরীক্ষার জন্য বরিশাল কেন্দ্রের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, মো. ছাব্বির আহাম্মেদ মাহির, শ্রাবণী সিকদার, মুনতাহির তুবা, শফিকুল ইসলাম ও জান্নাত আরা স্নেহাসহ কয়েকশ শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/ইই