গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের কোল ঘেঁষে আগামী ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। এরপর ২৪ ডিসেম্বর এর সমাপ্তি ঘটবে। প্রথম পর্বের জোর ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। এরপর দ্বিতীয় পর্ব মাওলানা যোবায়ের অনুসারীদের জোড় ইজতেমা আগামী ৩১ ডিসেম্বর শুরু হয়ে ৪ জানুয়ারি শেষ হবে।
জোড় ইজতেমা উপলক্ষ্যে ময়দানে প্রস্তুতির কাজ চলছে। জোড় ইজতেমায় চিল্লাধারী সঙ্গে অংশ নেবেন এবং অনুষ্ঠাতব্য বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে উদ্যোগ নেবেন।
এ বিষয়ে সাদ অনুসারী কাকরাইল মসজিদের খতিব আজিমউদ্দিন ও ময়দানের জিম্মাদার ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ বলেন, আগামী ৫ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা সফল করতে ময়দানে প্রবেশ করে প্রস্তুতি নেওয়া হবে। আশা করি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। এই জোড় ইজতেমা থেকেই সিদ্ধান্ত হবে কীভাবে বিশ^ ইজতেমা সফল করা যায়।
বিডি প্রতিদিন/ইই