খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেছেন, দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্যের উপর পুনরায় জোর দিতে হবে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখনো হুমকীর সম্মুখীন। আধিপত্যবাধী ও তাদের দোসর বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
বৃহস্পতিবার ফেনীর স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট লালন করে এই মুহূর্তে খেলাফত মজলিস ‘বিভেদ নয় ঐক্য - কল্যাণমূলক রাষ্ট্র’ গঠনের কাজ করে যাচ্ছে। অভ্যুত্থানের সুফল দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে ময়দানে তৎপর রয়েছে। দেশে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান। এমতাবস্থায় দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর ঐক্য আরো সুসংহত করতে হবে।
খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরির সভাপতিত্বে অনুষ্ঠানে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ