জাটকা সংরক্ষণ অভিযান চালিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার আটটি নদী থেকে ১৬ মণ জাটকা, একটি ট্রলার ও প্রায় ৯৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
সোমবার রাত থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে অংশ নেয় কোস্ট গার্ড ও নৌ-পুলিশ সদস্যরা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা, গজারিয়া, কালাবদর, তেতুলিয়াসহ দুই উপজেলার গুরুত্বপূর্ণ আটটি নদীতে এই অভিযান চালানো হয়। অভিযানে ধরা পড়া ১৬ মণ জাটকা স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উদ্ধার হওয়া প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ট্রলারটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, জাটকা রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাছের প্রজনন মৌসুমে এই ধরনের অপরাধ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/মুসা