বগুড়ার শিবগঞ্জে এক কিশোরীকে অপহরণের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। শিবগঞ্জ উপজেলার গুজিয়ার আলহাজ্ব আহম্মাদ আলীর পুত্র জিল্লুর রহমান বাদী হয়ে মেয়েকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, শিবগঞ্জ উপজেলার গুজিয়া এলাকার আবুল কালামের পুত্র মোঃ অনিক হাসান (২০), মো: হারুন এর পুত্র নাহিদ হাসান (১৯), মেহেদুল ইসলামের পুত্র রিয়াদ হোসেন (১৯), মৃত উমর আলীর পুত্র কাছেম (৪২), অভিরামপুর মন্ডলপাড়ার মোঃ কদবেল এর পুত্র রাকিব মিয়া (২২), চক গোপাল গ্রামের আঃ গোফফার (৪৫)।
কিশোরীর বাবা জিল্লুর রহমান বলেন, তার মেয়ে (১৫) শিবগঞ্জ থানাধীন গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে ১০ শ্রেণীতে পড়াশোনা করে। বিদ্যালয়ে যাতায়াতের পথে আসামীরা বিভিন্ন সময়ে উত্যাক্ত করতো। এক পর্যায়ে গত ৩০ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তার মেয়েকে আসামীরা অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে অনেক খোঁজ করেও আর পাওয়া যায়নি। পরে গত ৬ এপ্রিল বগুড়ার শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করা হয়।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, আমরা আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি। সেই সঙ্গে অপহৃত কিশোরীকে উদ্ধারে পুলিশ কাজ করছে। এই মামলার তদন্ত নিয়ে কাজ করছেন থানার এস আই রাজিব।
বিডি প্রতিদিন/এএম