ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্সের স্বীকৃতির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার সকালে পৌর শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির আয়োজনে এই কর্মসূচি হয়। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী।
তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা সমমানের স্বীকৃতি দাবি করে আসছি, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি।” শিক্ষার্থীরা আরও বলেন, নার্সিং শিক্ষায় বৈষম্য, অবমূল্যায়ন ও জটিলতা দূর না হলে আন্দোলন আরও জোরদার হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ