প্রতিবন্ধী ছেলের যন্ত্রণা সইতে না পেরে সেতু থেকে ফেলে দেওয়া সেই প্রতিবন্ধী কিশোর নাসির উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পরে মঙ্গলবার (৬ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইচর এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য তার লাশ পাঠানো হয়। বুধবার তার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের প্রতিবন্ধী ছেলে নাসির উদ্দিনকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় তার মা রিজিয়া বেগম। পরে থানা পুলিশের কাছে ছেলের যন্ত্রণা সইতে না পেরে সেতু থেকে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তি দেন রিজিয়া বেগম। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল ছেলেটি। ১৫ বছরের নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন গণমাধ্যমে বলেন, মঙ্গলবার বিকেলের দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইচর এলাকার আড়িয়াল খাঁ নদে এক কিশোরের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে জানা যায় যে ছেলেটি শিবচর উপজেলার কাচারীকান্দি গ্রামের আজগর হাওলাদারের ছেলের। ছেলেটি প্রতিবন্ধী হওয়ায় তার মা আড়িয়াল খাঁ নদে ফেলে দেয়।
বিডি প্রতিদিন/এএ