চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে চার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলমডাঙ্গার হাউসপুর বাজার এলাকায় যৌথ তদারকি চালিয়ে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ৪টি হলো সুমন আহমেদের মেসার্স মুসা আইসক্রিম, মিরাজ আলীর মেসার্স শাপলা সুপার আইসক্রিম, তোফায়েল আহমেদের মেসার্স মুবিন সুপার আইসক্রিম ও আব্দুল আলীমের মেসার্স আরজু ফুড।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, যৌথ তদারকি চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য (আইসক্রিম ও বেকারী পণ্য) তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে মেসার্স মুসা আইসক্রিমকে ২০ হাজার, মেসার্স শাপলা সুপার আইসক্রিমকে ২০ হাজার, মেসার্স মুবিন সুপার আইসক্রিমকে ২০ হাজার ও মেসার্স আরজু ফুডকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বিডি প্রতিদিন/এএম