নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়ি ও মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (১৮ মে) বিকেলে কালিয়ার যোগানিয়া বাজার মোড় এলাকায় এই হামলায় অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে আব্দুল লতিফ সম্রাটও রয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট জানান, তিনি বেন্দারচর সোয়াবিল এলাকায় একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যাচ্ছিলেন। গোপালগঞ্জ হয়ে যোগানিয়া বাজার অতিক্রমের সময় তার বহরের ওপর সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বহরে থাকা ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আব্দুল লতিফ সম্রাট অভিযোগ করেন, এ হামলার পেছনে রয়েছে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের অনুসারীরা। তিনি বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ।
কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কমিশনার রবিউল ইসলাম বলেন,
'বিএনপি নেতা সম্রাট ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকায় ঘোড়দৌড় অনুষ্ঠানে যোগ দিতে আসেন। আমরা চাপাইল ব্রিজ থেকে মোটরশোভাযাত্রাসহ বেন্দারচরের উদ্দেশ্যে যাত্রা করি। যোগানিয়ায় পৌঁছালে হামলার মুখে পড়ি।'
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুন্সি আসাবুর রহমান আরাফাত অভিযোগ করেন, 'বিশ্বাস জাহাঙ্গীর, তাঁর ভাই মিঠু বিশ্বাস এবং অনুসারী আবুল খানের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়।'
ঘটনার পর রাত সাড়ে ৭টায় কালিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কালিয়া পৌর বিএনপির সেক্রেটারি সেলিম রেজা ইউসুফ। তিনি বলেন,'বিশ্বাস জাহাঙ্গীর আলমের পোষ্য সন্ত্রাসীরা প্রতিহিংসাপরায়ণ হয়ে বিএনপি নেতা লতিফ সম্রাটের বহরে হামলা চালিয়েছে। আমরা দলের হাইকমান্ডের কাছে বিশ্বাস জাহাঙ্গীর ও তার সহযোগীদের বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।'
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সব অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা আমার জানা নেই। বিএনপির কেউ এই হামলার সঙ্গে যুক্ত নয়।'
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন,'ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।' তবে ঘটনার সময় পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/মুসা