কক্সবাজার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীর খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আবদুল্লাহ তাহের (১১) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
রবিবার (১৮ মে) বিকাল ৫ টায় উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্বগোমাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ তাহের ওই এলাকার আবুল হাসেমের পুত্র ও স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তাহের ও তার বন্ধু মিলে বাড়ির পাশের ঈদগাঁও ফুলছড়ি নদীতে মাছ ধরতে যায়। নদীর এপার থেকে অন্যপারে সাঁতরিয়ে যাওয়ার পথে জালসহ স্রোতে তলিয়ে যায় তাহের। এসময় অপর বন্ধু কুলে উঠে চিৎকার করলে আশপাশের লোকজন এসে খোঁজ করার চেষ্টা করে। স্থানীয়রা ও ডুবুরি দল দীর্ঘ সময় ধরে তাহেরকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন।
এদিকে, ছেলের খোঁজে নদীর ধারে এসে আহাজারি করছেন নিখোঁজ তাহেরের বাবা আবুল হাসেম। নিখোঁজ ছেলেকে পাওয়ার অপেক্ষা করছেন। সবার কাছে অনুরোধ আমার বাচ্চাটাকে এনে দাও আর কিছু চাই না। সবাই খুঁজতেছে কিন্তু আমার বাচ্চা নাই। আল্লাহ আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দাও।
পোকখালী ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন খুঁজতেছে আশা করি তাকে দ্রুত পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন