আভ্যন্তরীণ শিশু যৌন পাচার প্রতিরোধে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা রূপান্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি, ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোস্তফা কামাল, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, চেয়ারম্যান, বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ছামছুল হোসাইন, হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম মানিক, ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো: আব্দুল হালিম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিষদ মসজিদের খতিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সেমিনার বাস্তবায়ন সহযোগী বেসরকারি সংস্থা রূপান্তরের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু, জেলা সমন্বয়কারী, রূপান্তর, ময়মনসিংহ কামরুজ্জামান রানা, ফিল্ড সমন্বয়কারী জাকির হাসান, মনিটরিং অফিসার, রূপান্তর, সুমিত শাহারিয়ার প্রমুখ।