লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অন্তত দুটি সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইন করেছে ভারত। পুশ ইনের শিকার নারী-শিশুসহ ২০ জনকে আটকের পর থানায় হস্তান্তর করেছে বিজিবি।
বুধবার দিবাগত রাতে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করে বিএসএফ। আটককৃতদের মধ্যে ৭ শিশু, ১১ নারী ও ২ জন পুরুষ রয়েছেন।
বিজিবি জানিয়েছে, গত বুধবার রাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ পাটগ্রামের গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে পুশ ইন করে ওই ২০ জনকে। পরে বিজিবি ও স্থানীয়রা তাদের আটক করে।
আটককৃতরা পুলিশকে জানিয়েছে, ভারতের আহমেদাবাদ থেকে গতকাল তাদের বিমানে শিলিগুড়ির বাগডোগড়া বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে বিভিন্ন সীমান্তে এনে পুশ ইন করা হয়। এর আগে গত ২৬ এপ্রিল গুজরাট থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি এ পর্যন্ত শিশুসহ ২০ জনকে থানায় হস্তান্তর করেছেন। এদের বেশিরভাগই যশোর, খুলনা, নড়াইল জেলার বাসিন্দা। তাদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যতা পেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ