ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষের (বয়স আনুমানিক ৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি কয়েকদিন ধরে বড়হরন বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। বৃহস্পতিবার রাতের দিকে হঠাৎ করে রেললাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মিয়া দ্রæত তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস বলেন, লোকটিকে ৪-৫ দিন ধরে বাজারে দেখা যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসতর্ক মুহূর্তে রেললাইনে ওঠায় চলন্ত ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম