গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লালচামার এলাকার তিস্তা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লালচামার এলাকার তিস্তা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এখন পর্যন্ত লাশের নাম-পরিচয় সনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যাক্তির মরদেহ অন্য কোন স্থান থেকে ভেসে এসেছে।
বিডি প্রতিদিন/এএম