বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জে বাসের চাপায় বেদে সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও বাসের ৫ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাহিম (৪০) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খৈরা গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এসআই বাসুদেব বলেন, বাজার করার জন্য বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিলো আব্দুর রাহিম। এ সময় বরিশাল থেকে উজিরপুর উপজেলার ধামুরাগামী একটি বাস তাকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছের উপর আছরে পড়ে। বাসের চাপায় গুরুতর আহত পথচারী আব্দুর রাহিমকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাসের আহত ৫ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এসআই বাসুদেব আরো জানান, নিহতের পরিবারে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে।
বিডি প্রতিদিন/এএ