শেরপুরের ঝিনাইগাতীতে অগ্রাধিকার কর্ম পরিকল্পনার অংশ হিসেবে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, নতুন প্রজন্মকে উৎসাহ দিতে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সৎ শিক্ষা গ্রহণ করলে জীবন সুন্দরভাবে পরিচালিত হয় এবং সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখে। উন্নতির পথে এগিয়ে নেওয়ার মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ দিয়ে সজ্জিত করে। তাই শিক্ষা একটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলে। সমাজে তার অবদান রাখার সুযোগ করে দেয়। তাই আগামীর শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. রোকন উজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসক অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে পেন্সিল বক্স ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। সাথে একটি করে পেয়ারা গাছের চারা উপহার দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই