২৫ জুন, ২০১৯ ১২:১৬

সাকিবকে ক্রেডিট দিতেই হবে : আফগান অধিনায়ক

অনলাইন ডেস্ক

সাকিবকে ক্রেডিট দিতেই হবে : আফগান অধিনায়ক

গুলবাদিন নায়েব

বাংলাদেশকে হারানোর মিশনে ব্যর্থ হয়ে আফগান অধিনায়ক গুলবাদিন নায়েবের হতাশা ফুটে উঠল চোখে-মুখে। সময়মত সংবাদ সম্মেলন কক্ষেও আসতে পারলেন না!

নিয়ম অনুযায়ী হেরে যাওয়া দলের প্রতিনিধি আগে আসেন মিডিয়া সামলাতে। জয়ী দলের ‘নায়ক’ সাকিব এসে হাজির অথচ আফগান অধিনায়কের আসার নাম নেই! 

অবশেষে হাজির হয়েই আফগান অধিনায়ক প্রশংসায় ভাসালেন সাকিব আল হাসানকে। তিনি বলেন,
সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার এবং খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে উইকেটে এসে সময় নিয়েছে এবং ভালো ব্যাটিং করেছে। পরিকল্পনা বাস্তবায়নে দারুণভাবে সফল হয়েছে। বাংলাদেশের অন্য বোলাররা খুব টার্ন পাচ্ছিল না। তবে সে (সাকিব) জায়গামত বোলিং করেছে, উইকেট পেয়েছে। তাকে ক্রেডিট দেয়া উচিত। আমাদের কিছু ব্যাটসম্যান সরাসরি ফিল্ডারের হাতে কাচ দিয়েছে। মন্থর উইকেট ছিল। কিন্তু এই রান (২৬২) তাড়া করে জেতার মতো ছিল।

আফগান অধিনায়ক আরও বলেন, শুরুটা (ব্যাটিংয়ে) ভালো হয়েছিল। তবে একাধিক মিস ও বাজে ফিল্ডিংয়ে আমরা ৩০-৩৫ রান বেশি দিয়ে দিয়েছি।

বিডি প্রতিদিন/২৫ জুন, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর