বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, “নির্বাচন নিয়ে কোনো টালবাহানা বরদাশত করা হবে না।”
তিনি অভিযোগ করেন, “গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। বিগত স্বৈরশাসকরা লুটপাট করে দেশটিকে ধ্বংস করে দিয়ে গেছে। আজও বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।”
শুক্রবার (১৯ জুলাই) যশোরের শার্শা উপজেলা বিএনপির আয়োজনে এক বৃহৎ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশকে রক্ষার জন্য এখনই যুবকদের এগিয়ে আসতে হবে।”
তৃপ্তি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ভোট হবে দলীয় প্রতীকে। কিন্তু কোনো কোনো দল এখন নির্বাচন নিয়ে মামাবাড়ির আবদার শুরু করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—নির্বাচন নিয়ে কোনো টালবাহানা বরদাশত করা হবে না।”
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এবং যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক