দোয়েল পাখি সকাল বেলা
বসে গাছের ডালে
লেজ নাড়িয়ে মনের সুখে
নাচে তালে তালে।
মিষ্টি লাগে দেখতে তারে
দোয়েল পাখি বলে
নাচা গাওয়ায় সত্যি তারে
দক্ষ বলা চলে।
সাদাকালো ঐ রূপটি তার
দেখতে ভালো লাগে
কাজল মাখা চোখের টানে
অনেক মায়া জাগে।
দোয়েল পাখি সকাল বেলা
বসে গাছের ডালে
লেজ নাড়িয়ে মনের সুখে
নাচে তালে তালে।
মিষ্টি লাগে দেখতে তারে
দোয়েল পাখি বলে
নাচা গাওয়ায় সত্যি তারে
দক্ষ বলা চলে।
সাদাকালো ঐ রূপটি তার
দেখতে ভালো লাগে
কাজল মাখা চোখের টানে
অনেক মায়া জাগে।
১৯ ঘণ্টা আগে | রাজনীতি
২২ ঘণ্টা আগে | নগর জীবন