আমরা শিশু নতুনকুঁড়ি
আমরা সতেজ ফুল
মুখে সদা সদ্য বলি
নেইতো কোন ভুল।
আমরা শিশু ন্যায়ের আলো
আমরা সতেজ প্রাণ
জ্ঞানের আলোর পরশ নিয়ে
গাইবো সাম্যের গান।
আমরা শিশু আগামীর পথ
আমরা সতেজ বার্তা
গড়বো একদিন সোনার বাংলা
হবো দেশটির কর্তা।
আমরা শিশু নতুনকুঁড়ি
আমরা সতেজ ফুল
মুখে সদা সদ্য বলি
নেইতো কোন ভুল।
আমরা শিশু ন্যায়ের আলো
আমরা সতেজ প্রাণ
জ্ঞানের আলোর পরশ নিয়ে
গাইবো সাম্যের গান।
আমরা শিশু আগামীর পথ
আমরা সতেজ বার্তা
গড়বো একদিন সোনার বাংলা
হবো দেশটির কর্তা।