বৃষ্টি এলে জলের ধারে
ডাকিস কেন এতো
কাছে এলে নীরব থাকিস
ভয় পাওয়াদের মতো।
সাহস করে আয় নারে আজ
খেলবো দারুণ খেলা
তোর সাথে কাটিয়ে দেবো
আমার সারাবেলা।
সোনাবন্ধু, ভয় পেওনা
আমায় খালি খালি
আদর করে নাইতে দেবো
জলের ধারা ঢালি।
সোনা কথায় সোনাব্যাঙে
আমার কাছে আসে
তাই না দেখে বোয়াল মাছে
মিটমিটিয়ে হাসে।