শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রাতের দৃশ্য

বাসু দেব নাথ

ওই শোনা যায় ঝিঁঝি পোকা

ডাকছে রাতের আড়ালে

দেখতে পাবে বাদুড়ঝোলা

বাইরে গিয়ে দাঁড়ালে।

 

শুনতে পারো গভীর রাতে

খেকশেয়ালে হাঁকালে

দেখতে পারো চাঁদের হাসি

চাঁদটা কিছু বাঁকালে।

 

দেখতে পারো দূর আকাশে

ঝিকিমিকি তারাদের

খুঁজলে তুমি পেতে পারো

জোনাক জ্বলা পাড়াদের।

 

রাতের এমন দৃশ্য দেখে

যখন তুমি ঘুমাবে

স্বপ্নে তখন রাজপরীরা

তোমার কপাল চুমাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর