শালুকপাতায় জলের ছবি
নায়ে রঙিন পাল
ধানের দেশে গানের দেশে
সবুজ মাঝে লাল।
জোছনা রাতে চাঁদের হাসি
ভোরে পাখির গান,
স্বাধীন দেশে স্বপ্ন সুখের
বাড়ায় মায়ার টান।
জুনিপোকার সুরে করে
ঝিঁঝিঁ পোকা গীত
মিটিমিটি জোনাক জ্বলে
রাতে বাড়ে শীত।
চড়ুইপাখির কোরাস গানে
মিলেরে তাল-নয়
বাঁশ বাগানে কিচিরমিচির
পাখির মেলা হয়।
গভীর রাতে চাঁদ খোকাকে
কপালে দেয় চুম,
স্বপ্ন টুটে মায়ের ছোঁয়ায়
পালায় খোকার ঘুম।