সামিন-সিয়ান দুইটি ভাইয়ের
একটি ছোট বোন,
বোনের প্রতি ভালোবাসায়
পূর্ণ তাদের মন।
আর্জেন্টিনার ভক্ত সামিন
ক্লাস থ্রিতে পড়ে,
ক্রিকেট খেলাও ভালোবাসে
খুব পছন্দ করে।
তার ছোট ভাই সিয়ান পড়ে
এখন কেজি ক্লাসে,
নিক চ্যানেলে কার্টুন দেখতে
সিয়ান ভালোবাসে।
ছোট্ট আরিশা তো শুধু
বাবা বলে ডাকে,
সবার দিকে হাসিমুখে
সে তো চেয়ে থাকে।
ভাই-বোনেরই মাঝে সিয়ান
দুষ্টুমিতে পাকা,
সবার দোয়া ভালোবাসায়
চলুক জীবন চাকা।