♦ ঘোড়ার লেজ কাটা পড়লে সেই ঘোড়াটি আর বেশি দিন বাঁচে না, মারা যায়।
♦ চিতা হলো স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির। এটি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। আর মাত্র ৩ সেকেন্ডে এটি শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে, যেটি প্রাণিজগতে অদ্বিতীয়।
♦ জাপানের মোট স্থলভাগের ৭০% এর বেশি হলো পাহাড়। এর মধ্যে আছে ২০০ এর বেশি আগ্নেয়গিরি।
♦ জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে।
♦ টাইগার শার্কের (হাঙরের একটি প্রজাতি) বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন একে অপরের সঙ্গে মারামারি শুরু করে। যেটা বেঁচে থাকে সেটা জন্ম নেয়। অন্যটা পেটেই মারা যায়।
♦ নারহোয়েল (ঘধৎযিধষ) এক প্রকার তিমি। যার দাঁত ৮ ফুট লম্বা হয়ে থাকে।