পাতার বাঁশি বাজায় খুকি
বানিয়ে নিজের হাতে,
সারা বিকেল খেলা করে
প্রজাপতির সাথে।
কলার পাতার চুল বানিয়ে
সাজে নতুন পরি,
নারিকেলের পাতা দিয়ে
বানায় হাতের ঘড়ি।
মেঠোপথে চলতে গিয়ে
বিরক্ত সে হয় না,
পথের পাশের ফুল তুলে সে
বানায় চুলের গয়না।
একটি ফুল সে খোঁপায় পরে
একটি ফুল দেয় কানে,
রোজ সকলের মন কেড়ে নেয়
মুক্তো হাসির বানে।