ফড়িং দুটি ডানা মেলে
তিড়িংতিড়িং নাচে
উড়ে চলে দূর সেথায়
মহুয়ার কাছে।
মৌবনে লুকোচুরি
খেলে সদা প্রাণ
গুঞ্জনে সুরে টানে
গায় সেতো গান।
উড়ে বসে ফুল বাগে
করে নাচানাচি
যেতে চায় দূর গাঁয়ে
তার কাছাকাছি।
খেলা করে দল বেঁধে
মেলা করে হেসে
রূপ দেখে দোলা দেয়
প্রজাপতি এসে।