ছোট্ট খোকা আঁকতে পারে
ইয়া বড় আম,
মুচকি হেসে প্রশ্ন খোকার
আম কেন এর নাম?
খোকা আবার আঁকতে বসে
সাথে ছবির বই,
সব ফলেরই ছবি আছে
কাঁঠাল গেল কই?
ভাবছে খোকা পেনসিল হাতে
কাঁঠাল কোথায় পাই,
ছবিটা যে পোকায় খেল
ফুটো দেখছি তাই।
দাদু হেসে বলে দিল
আম কেন এর নাম,
কাঁঠাল আঁকতে দাদু ভাইয়ের
ঝরে মাথার ঘাম।