সারাদিন পিছু পিছু
করে ঘুর ঘুর,
এটা ওটা কত কিছু
খায় কুড়মুড়।
আধো বোলে ছড়াগান
গায় গুনগুন,
ধুলো মেখে খেলা করে
পাখি টুনটুন।
মামণির দিকে চেয়ে
থাকে টুলটুল,
কখনও হই তার
ঘোড়া দুলদুল।
গোলগাল চেহারায়
হাসে ফিক ফিক,
চাঁদ যেন মেঘ ভেঙে
করে ঝিকমিক।