ব্যাগ ভরা ছড়া নিয়ে
শিয়াল মামা চলে,
‘লাগবে নি ছড়া তোদের’
ডেকে ডেকে বলে।
‘লাগলে বলিস ভাগ্নে
যত ছড়া লাগে,’
লেজটা উঁচিয়ে মামা
যায় আগে আগে।
খোকা ডাকে এসো মামা
দাও কিছু ছড়া,
টক ঝাল মিষ্টি
হয় যেন কড়া।
ব্যাগ ভরা ছড়া নিয়ে
শিয়াল মামা চলে,
‘লাগবে নি ছড়া তোদের’
ডেকে ডেকে বলে।
‘লাগলে বলিস ভাগ্নে
যত ছড়া লাগে,’
লেজটা উঁচিয়ে মামা
যায় আগে আগে।
খোকা ডাকে এসো মামা
দাও কিছু ছড়া,
টক ঝাল মিষ্টি
হয় যেন কড়া।