উনিশ শত একাত্তরে
বঙ্গবন্ধুর ডাকে,
জনগণ সব যুদ্ধে নামে
গেঁয়ো পথের বাঁকে।
প্রাণের ত্যাগে দেশের তরে
স্বাধীনতা আসে,
বিজয় হাসি আসে দ্বারে
দীর্ঘ নয়টি মাসে।
লাল সবুজের পতাকা আজ
উড়ছে সবার হাতে,
জুলুমকারীর প্রাচীর ভেঙে
লড়ছে ন্যায়ের সাথে।
ডিসেম্বরের ষোল এলেই
বিজয় স্লোগান ভাসে,
স্বাধীনতা পেয়ে সবাই
গল্প কথায় হাসে।
বিজয় দিবস আনছে কারা
পিছন ফিরে দেখো,
বিজয় মিছিল করতে আবার
ইতিহাসটা লেখো।