লেজ নাচিয়ে কাঠবিড়ালী যাচ্ছে
মস্ত কলার কাঁদি একাই খাচ্ছে
গাপুস গুপুস গিলছে শুধু কেউ যদি যায় এসে
তা হলে তো ভাগটা তাকে দিতেই হবে শেষে
কলার সাথে হঠাৎ ভুলে ফেলল খেয়ে মাছি
পেটের ভেতর ভনভনাচ্ছে, পাচ্ছে শুধু হাঁচি।
লেজ নাচিয়ে কাঠবিড়ালী যাচ্ছে
মস্ত কলার কাঁদি একাই খাচ্ছে
গাপুস গুপুস গিলছে শুধু কেউ যদি যায় এসে
তা হলে তো ভাগটা তাকে দিতেই হবে শেষে
কলার সাথে হঠাৎ ভুলে ফেলল খেয়ে মাছি
পেটের ভেতর ভনভনাচ্ছে, পাচ্ছে শুধু হাঁচি।