ছন্দ হলেই ছড়া হতো
সেই দিন নাই,
ছড়া লেখা কঠিন কতো
শুনে রাখো ভাই।
ছড়া এখন জীবন তরে
সমাজ দেশ গড়ে,
এমন ছড়া লিখতে পারে
ভালো ছড়াকারে।
ছন্দ হলেই ছড়া হতো
সেই দিন নাই,
ছড়া লেখা কঠিন কতো
শুনে রাখো ভাই।
ছড়া এখন জীবন তরে
সমাজ দেশ গড়ে,
এমন ছড়া লিখতে পারে
ভালো ছড়াকারে।