এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৯০ জনে দাঁড়ালো।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৫৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬০ হাজার ৫৭৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি সপ্তাগে ১৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। চার হাজার ৯১১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত চারজনের মধ্যে দু’জন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।
অন্য দু’জন চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা।
বিডি প্রতিদিন/একেএ