দেশে টাইলস খাতে প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ বাড়াবে দুবাইভিত্তিক বহুজাতিক কম্পানি আরএকে সিরামিক। এর মাধ্যমে এক হাজার ২০০ থেকে দেড় হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে। এই বিনিয়োগের জন্য এরই মধ্যে গাজীপুরে ৩৩ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। কম্পানি প্রত্যাশা করছে, দুই বছরের মধ্যে উৎপাদনে যেতে পারবে।
গতকাল হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন কম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা সাধন কুমার দে এবং কম্পানির সেক্রেটারি মোহাম্মদ শহিদুল ইসলাম এফসিএ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পানির সহকারী মহাব্যবস্থাপক এস এম আরাফাতুর রহমান।
সাধন কুমার দে বলেন, নতুন প্লান্ট চালু হলে প্রতিদিন ১৫ হাজার বর্গমিটার টাইলস উৎপাদন বাড়বে। আর ওই সময়ে নতুন-পুরনো সব মিলিয়ে বছরে কম্পানির মোট টাইলস উৎপাদনের পরিমাণ দাঁড়াবে এক কোটি ৫৫ লাখ বর্গমিটার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন