২৯ নভেম্বর, ২০২২ ১৯:৪৭

ব্যাংকের সিএসআরের অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের সিএসআরের অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে দেওয়ার নির্দেশ

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

আজ বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের এক সার্কুলারে এ নিদেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের তহবিল বৃদ্ধির লক্ষ্যে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রতি বছর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে বরাদ্দকৃত অর্থের ৫% হারে বর্ণিত তহবিলে অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিরবচ্ছিন্ন করার মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য উপযোগী মানবসম্পদ গঠনে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের এ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের আকার বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে। এ অবস্থায়, প্রতি বছর পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বর ভিত্তিক নিট মুনাফার (নিরীক্ষিত/অনিরীক্ষিত) ভিত্তিতে নির্ধারিত কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বাজেট হতে ৫% অর্থ সংশ্লিষ্ট বছরের ৩০ মে তারিখের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের ব্যাংক হিসাবে জমা করার নির্দেশনা প্রদান করা হলো।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর