ঈদের আগে বেতন ও বোনাস মিলবে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছে গার্মেন্ট শ্রমিকদের একাংশ। সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দিলেও সে সময়ের মধ্যে বেশির ভাগ গার্মেন্টে বেতন ও বোনাস পরিশোধ না করায় নানা আশঙ্কার সৃষ্টি হয়েছে। গার্মেন্ট মালিকদের সংগঠন দাবি করেছে, ৬০ ভাগ কারখানার বেতন ও বোনাস ইতোমধ্যে দেওয়া হয়েছে। আজ ৩ অক্টোবরের মধ্যে বাকি সব প্রতিষ্ঠানের বেতন-বোনাস দেওয়া হবে। স্মর্তব্য, গত ২১ সেপ্টেম্বর গার্মেন্ট মালিক ও শ্রমিকদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর বৈঠকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে উৎসব ভাতা এবং ২ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের সমঝোতা হয়। গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ'র দাবি ওই সময়সীমার মধ্যে বেতন-বোনাস পরিশোধের বিষয়টি বাধ্যতামূলক ছিল না। তবে তারা আশ্বস্ত করেছেন, যারা এখনো বেতন ও বোনাস পাননি আজকের মধ্যে তা নিষ্পন্ন হবে। গার্মেন্ট শিল্পের শ্রমিকদের জন্য ঈদের আগে বেতন ও বোনাস পাওয়া না পাওয়া সংবেদনশীলতার অংশ হিসেবে বিবেচিত হয়। বেশির ভাগ শ্রমিক সাধারণত স্বজনদের সঙ্গে ঈদ করতে কর্মস্থল থেকে ঘরমুখো হন। সময়মতো বেতন ও বোনাস না পেলে তাদের বিড়ম্বনার মুখে পড়তে হয়। যে কারণে গার্মেন্ট শিল্পের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। আমরা আশা করব, নিজেদের স্বার্থেই মালিকপক্ষ এ ব্যাপারে যত্নবান হবেন। কোনো কারখানায় সমস্যা থাকলে তা সমাধানে বিজিএমইএ এগিয়ে আসবে। দেশের গার্মেন্টশিল্প এখন নানা সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিদেশে এ শিল্পের ভালো ভাবমূর্তি গড়ে তোলার স্বার্থে মালিকপক্ষকে যত্নবান হতে হবে। যেসব কারণে শ্রমিক অসন্তোষ দানা বেঁধে উঠার আশঙ্কা থাকে তা নিরসনের উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে গার্মেন্ট মালিকদের দায়িত্ব অনেক বেশি। আমাদের বিশ্বাস আজকের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বাদবাকি অংশের বেতন ও বোনাস পরিশোধের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালনে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। ঈদের আগে বেতন ও বোনাস না পেলে শ্রমিকদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হবে এবং তা প্রকারান্তরে বিভেদকামী শক্তিকে লাভবান করতে পারে-যা কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর