ঈদের আগে বেতন ও বোনাস মিলবে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছে গার্মেন্ট শ্রমিকদের একাংশ। সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দিলেও সে সময়ের মধ্যে বেশির ভাগ গার্মেন্টে বেতন ও বোনাস পরিশোধ না করায় নানা আশঙ্কার সৃষ্টি হয়েছে। গার্মেন্ট মালিকদের সংগঠন দাবি করেছে, ৬০ ভাগ কারখানার বেতন ও বোনাস ইতোমধ্যে দেওয়া হয়েছে। আজ ৩ অক্টোবরের মধ্যে বাকি সব প্রতিষ্ঠানের বেতন-বোনাস দেওয়া হবে। স্মর্তব্য, গত ২১ সেপ্টেম্বর গার্মেন্ট মালিক ও শ্রমিকদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর বৈঠকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে উৎসব ভাতা এবং ২ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের সমঝোতা হয়। গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ'র দাবি ওই সময়সীমার মধ্যে বেতন-বোনাস পরিশোধের বিষয়টি বাধ্যতামূলক ছিল না। তবে তারা আশ্বস্ত করেছেন, যারা এখনো বেতন ও বোনাস পাননি আজকের মধ্যে তা নিষ্পন্ন হবে। গার্মেন্ট শিল্পের শ্রমিকদের জন্য ঈদের আগে বেতন ও বোনাস পাওয়া না পাওয়া সংবেদনশীলতার অংশ হিসেবে বিবেচিত হয়। বেশির ভাগ শ্রমিক সাধারণত স্বজনদের সঙ্গে ঈদ করতে কর্মস্থল থেকে ঘরমুখো হন। সময়মতো বেতন ও বোনাস না পেলে তাদের বিড়ম্বনার মুখে পড়তে হয়। যে কারণে গার্মেন্ট শিল্পের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। আমরা আশা করব, নিজেদের স্বার্থেই মালিকপক্ষ এ ব্যাপারে যত্নবান হবেন। কোনো কারখানায় সমস্যা থাকলে তা সমাধানে বিজিএমইএ এগিয়ে আসবে। দেশের গার্মেন্টশিল্প এখন নানা সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিদেশে এ শিল্পের ভালো ভাবমূর্তি গড়ে তোলার স্বার্থে মালিকপক্ষকে যত্নবান হতে হবে। যেসব কারণে শ্রমিক অসন্তোষ দানা বেঁধে উঠার আশঙ্কা থাকে তা নিরসনের উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে গার্মেন্ট মালিকদের দায়িত্ব অনেক বেশি। আমাদের বিশ্বাস আজকের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বাদবাকি অংশের বেতন ও বোনাস পরিশোধের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালনে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। ঈদের আগে বেতন ও বোনাস না পেলে শ্রমিকদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হবে এবং তা প্রকারান্তরে বিভেদকামী শক্তিকে লাভবান করতে পারে-যা কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’