ঈদের আগে বেতন ও বোনাস মিলবে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছে গার্মেন্ট শ্রমিকদের একাংশ। সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দিলেও সে সময়ের মধ্যে বেশির ভাগ গার্মেন্টে বেতন ও বোনাস পরিশোধ না করায় নানা আশঙ্কার সৃষ্টি হয়েছে। গার্মেন্ট মালিকদের সংগঠন দাবি করেছে, ৬০ ভাগ কারখানার বেতন ও বোনাস ইতোমধ্যে দেওয়া হয়েছে। আজ ৩ অক্টোবরের মধ্যে বাকি সব প্রতিষ্ঠানের বেতন-বোনাস দেওয়া হবে। স্মর্তব্য, গত ২১ সেপ্টেম্বর গার্মেন্ট মালিক ও শ্রমিকদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর বৈঠকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে উৎসব ভাতা এবং ২ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের সমঝোতা হয়। গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ'র দাবি ওই সময়সীমার মধ্যে বেতন-বোনাস পরিশোধের বিষয়টি বাধ্যতামূলক ছিল না। তবে তারা আশ্বস্ত করেছেন, যারা এখনো বেতন ও বোনাস পাননি আজকের মধ্যে তা নিষ্পন্ন হবে। গার্মেন্ট শিল্পের শ্রমিকদের জন্য ঈদের আগে বেতন ও বোনাস পাওয়া না পাওয়া সংবেদনশীলতার অংশ হিসেবে বিবেচিত হয়। বেশির ভাগ শ্রমিক সাধারণত স্বজনদের সঙ্গে ঈদ করতে কর্মস্থল থেকে ঘরমুখো হন। সময়মতো বেতন ও বোনাস না পেলে তাদের বিড়ম্বনার মুখে পড়তে হয়। যে কারণে গার্মেন্ট শিল্পের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। আমরা আশা করব, নিজেদের স্বার্থেই মালিকপক্ষ এ ব্যাপারে যত্নবান হবেন। কোনো কারখানায় সমস্যা থাকলে তা সমাধানে বিজিএমইএ এগিয়ে আসবে। দেশের গার্মেন্টশিল্প এখন নানা সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিদেশে এ শিল্পের ভালো ভাবমূর্তি গড়ে তোলার স্বার্থে মালিকপক্ষকে যত্নবান হতে হবে। যেসব কারণে শ্রমিক অসন্তোষ দানা বেঁধে উঠার আশঙ্কা থাকে তা নিরসনের উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে গার্মেন্ট মালিকদের দায়িত্ব অনেক বেশি। আমাদের বিশ্বাস আজকের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বাদবাকি অংশের বেতন ও বোনাস পরিশোধের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালনে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। ঈদের আগে বেতন ও বোনাস না পেলে শ্রমিকদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হবে এবং তা প্রকারান্তরে বিভেদকামী শক্তিকে লাভবান করতে পারে-যা কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা
- বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে
- নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
- জামিন পেলেন হিরো আলম
- শাহরুখের নামে দুবাইয়ে পাঁচতারা হোটেল
- ইবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী আটক, থানায় সোপর্দ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২
- বিদেশি অপরাধী ঠেকাতে থাইল্যান্ডে ভিসা যাচাইয়ে নতুন কড়াকড়ি
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীতে নৌ-র্যালি
- আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে : অ্যাটর্নি জেনারেল
- একাত্তরের মতো জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে : শিবির সভাপতি
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর