বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাপরাক্রমশালী প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক একতরফা ও বিতর্কিত সিদ্ধান্তে বিভিন্ন দেশকে নানাভাবে বিপাকে পড়তে হচ্ছে। তেমনই একটা সিদ্ধান্ত তার পাল্টা শুল্কনীতি। বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, জাপানসহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্কহার নির্ধারণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে গতকাল বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক পূর্ব-নির্ধারিত ছিল। ঢাকা আশা করছিল, সেখানে যৌক্তিক শুল্কহার নির্ধারণের সিদ্ধান্তে উপনীত হবে দুই দেশ। কিন্তু তার আগেই বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে দিল ট্রাম্প প্রশাসন। এ শুল্ক সব খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। আগামী ১ আগস্ট থেকেই দেশটিতে পণ্য রপ্তানিতে এ বর্ধিত শুল্ক গুনতে হবে। এতে রপ্তানি খাতে যে নেতিবাচক প্রভাব পড়বে, তা বলতে বিরাট বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না। বড় ঝুঁকিতে পড়তে পারে দেশের ৮ শতাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান। স্বভাবতই রপ্তানিকারকরা উদ্বিগ্ন। তা ছাড়া গত এপ্রিলে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপের পর দীর্ঘ তিন মাসে তাদের সঙ্গে সরকার কূটনৈতিক প্রচেষ্টা ও বাণিজ্যিক দরকষাকষিতে কোনো ফল লাভ করতে না পারায় তারা আশাহতও। কারণ, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়টি শুধু শুল্কে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে দুই দেশের বাণিজ্যনীতিসহ বহু বিষয় জড়িত। দেশের ব্যবসায়ী সমাজ আশঙ্কা করছে, প্রথম পর্যায়ে সরকারের চেষ্টার পর এখন, দ্বিতীয় দফার আলোচনায়ও সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের প্রায় সাড়ে ৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হুমকিতে পড়বে। মূলত এ বাজার হারানোর শঙ্কা ঝুলছে উদ্যত খড়গের মতো। অথচ সরকারের দিক থেকে কিছু শক্ত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-ঘাটতি অনেকটাই কমানো সম্ভব। আমরা সে দেশ থেকে ব্যাপকভাবে তুলা আমদানির উদ্যোগ নিতে পারি। পাশাপাশি এলএনজি ও ইস্পাতসহ আরও অনেক পণ্য আমদানি বাড়াতে পারি। তাতে বাণিজ্য-ঘাটতি কমবে এবং আমাদের ওপর থেকে শুল্কহার হ্রাস দাবির যৌক্তিক প্রেক্ষাপট তৈরি হবে। বলাবাহুল্য, অন্তর্বর্তী সরকার ও রপ্তানিকারকদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তের বর্ধিত শুল্কহার। নির্ধারিত বৈঠকে প্রত্যাশিত পর্যায়ে শুল্ক হ্রাস না হলে, বিষয়টিকে শুধু বাণিজ্য নয়, রাজনৈতিক কূটনীতির দিক থেকে বিবেচনায় নিতে হবে। প্রয়োজনে বারবার আলোচনা-বৈঠকের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে সুরাহার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
শিরোনাম
- রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
- রংপুরে বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ২০
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
মার্কিন শুল্ক তাণ্ডব
সমঝোতার কূটনৈতিক প্রচেষ্টা জারি রাখুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর