দেশে নিত্যপণ্যের দাম বাড়তি। বিশেষ করে খাদ্যশস্যের। এ অস্বস্তির মধ্যে স্বস্তির খবর হলো মূল্যস্ফীতি এখন কমছে। গত ৩৫ মাসের মধ্যে মূল্যস্ফীতি বর্তমানে সবচেয়ে কম। চলতি ২০২৫ সালের মার্চ মাস থেকে মূল্যস্ফীতি কমার সুলক্ষণ দেখা যায়। টানা চার মাস ধরে কমে গত জুনে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৪৮ শতাংশ। যা ৩৫ মাসের মধ্যে সবচেয়ে কম। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৭ শতাংশ। সরকারের জরিপ প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গত তিন বছরের মাসিক জরিপ প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের জুলাই মাসের পর থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতি বজায় ছিল। ২০২২ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। এরপর বাড়তে বাড়তে ২০২৪ সালের জুলাই মাসে সর্বোচ্চ ১৪ দশমিক ১০ শতাংশ মূল্যস্ফীতি হয় খাদ্য খাতে। পরের মাসগুলোতে মূল্যস্ফীতি কমলেও জানুয়ারিতে ১০ শতাংশের বেশি ছিল। ফেব্রুয়ারি থেকে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। মূল্যস্ফীতির হার কমলেও প্রকৃতপক্ষে বাজার দর কমেনি। জুন মাসে তুলনামূলক সার্বিক মূল্যস্ফীতি কমেছে সত্যি, কিন্তু বাস্তবে চালের দাম বেড়েছে। শাকসবজি, মাছ-মাংসের দামও বাড়তি ছিল। অর্থনীতিবিদদের ভাষ্যমতে, মূল্যস্ফীতির হার কমা মানেই নিত্যপণ্যের দাম কমে যাওয়া নয়। আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কারণ মূল্যস্ফীতির পাশাপাশি মজুরি বৃদ্ধি না হলে বা আয় না বাড়লে স্বল্প আয়ের সাধারণ মানুষের কষ্ট বাড়ে। বাজারের সঙ্গে সংগতিপূর্ণ মজুরি না হলে তখন প্রকৃত অর্থেই আয় কমে যায়। অর্থাৎ মজুরির তুলনায় যখন নিত্যপণ্যের দাম বাড়ে তখন মানুষের দুর্ভোগ বাড়ে। দেশের মজুরিনির্ভর বিশাল জনগোষ্ঠীর ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে হবে। আমাদের অর্থনীতির বড় চ্যালেঞ্জ অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য ও উচ্চ মূল্যস্ফীতি। বিগত বছরগুলোতে উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সরকারের বিভিন্ন পদক্ষেপে মূল্যস্ফীতি কমায় অর্থনীতিতে স্বস্তির হাওয়া বইলেও বাস্তবে বাজারচিত্র ভিন্ন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণহীন এবং সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। মানুষের মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, আয়ের ঘাটতি- সব মিলিয়ে মূল্যস্ফীতি কমার সুফল পাচ্ছে না সাধারণ জনগণ। মূল্যস্ফীতি কমার সুফল ধরে রাখতে নিত্যপণ্য, বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্য সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা যা করণীয় সব করতে হবে। নইলে পরিসংখ্যান ও বাস্তবতার ফারাক থেকেই যাবে।
শিরোনাম
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
মূল্যস্ফীতি কমেছে
নিত্যপণ্যের দাম কমাতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর