দেশে নিত্যপণ্যের দাম বাড়তি। বিশেষ করে খাদ্যশস্যের। এ অস্বস্তির মধ্যে স্বস্তির খবর হলো মূল্যস্ফীতি এখন কমছে। গত ৩৫ মাসের মধ্যে মূল্যস্ফীতি বর্তমানে সবচেয়ে কম। চলতি ২০২৫ সালের মার্চ মাস থেকে মূল্যস্ফীতি কমার সুলক্ষণ দেখা যায়। টানা চার মাস ধরে কমে গত জুনে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৪৮ শতাংশ। যা ৩৫ মাসের মধ্যে সবচেয়ে কম। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৭ শতাংশ। সরকারের জরিপ প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গত তিন বছরের মাসিক জরিপ প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের জুলাই মাসের পর থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতি বজায় ছিল। ২০২২ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। এরপর বাড়তে বাড়তে ২০২৪ সালের জুলাই মাসে সর্বোচ্চ ১৪ দশমিক ১০ শতাংশ মূল্যস্ফীতি হয় খাদ্য খাতে। পরের মাসগুলোতে মূল্যস্ফীতি কমলেও জানুয়ারিতে ১০ শতাংশের বেশি ছিল। ফেব্রুয়ারি থেকে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। মূল্যস্ফীতির হার কমলেও প্রকৃতপক্ষে বাজার দর কমেনি। জুন মাসে তুলনামূলক সার্বিক মূল্যস্ফীতি কমেছে সত্যি, কিন্তু বাস্তবে চালের দাম বেড়েছে। শাকসবজি, মাছ-মাংসের দামও বাড়তি ছিল। অর্থনীতিবিদদের ভাষ্যমতে, মূল্যস্ফীতির হার কমা মানেই নিত্যপণ্যের দাম কমে যাওয়া নয়। আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কারণ মূল্যস্ফীতির পাশাপাশি মজুরি বৃদ্ধি না হলে বা আয় না বাড়লে স্বল্প আয়ের সাধারণ মানুষের কষ্ট বাড়ে। বাজারের সঙ্গে সংগতিপূর্ণ মজুরি না হলে তখন প্রকৃত অর্থেই আয় কমে যায়। অর্থাৎ মজুরির তুলনায় যখন নিত্যপণ্যের দাম বাড়ে তখন মানুষের দুর্ভোগ বাড়ে। দেশের মজুরিনির্ভর বিশাল জনগোষ্ঠীর ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে হবে। আমাদের অর্থনীতির বড় চ্যালেঞ্জ অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য ও উচ্চ মূল্যস্ফীতি। বিগত বছরগুলোতে উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সরকারের বিভিন্ন পদক্ষেপে মূল্যস্ফীতি কমায় অর্থনীতিতে স্বস্তির হাওয়া বইলেও বাস্তবে বাজারচিত্র ভিন্ন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণহীন এবং সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। মানুষের মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, আয়ের ঘাটতি- সব মিলিয়ে মূল্যস্ফীতি কমার সুফল পাচ্ছে না সাধারণ জনগণ। মূল্যস্ফীতি কমার সুফল ধরে রাখতে নিত্যপণ্য, বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্য সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা যা করণীয় সব করতে হবে। নইলে পরিসংখ্যান ও বাস্তবতার ফারাক থেকেই যাবে।
শিরোনাম
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
- ১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’
- তৃতীয় বিয়ের ইঙ্গিত, গৌরীকে নিয়ে যা বললেন আমির
- সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- গড়ে প্রতিদিন ৪ লাখ যাত্রী মেট্রোতে, সবচেয়ে বেশি যে স্টেশনে
- প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ
- সাড়ে ৭ বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কা
- দেশ কাঁপানো ৩৬ দিন
- করাচির ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর গলিত মরদেহ উদ্ধার
- যেভাবে জানবেন এসএসসির ফল
- পোষা বিড়ালের জন্য সব সম্পত্তি লিখে দিলেন ৮০ বছরের বৃদ্ধ
- মিরাজ বললেন: ‘এভাবে খেলে কখনো জিতব, কখনো হারব’
- ফেনীতে একদিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, মুহুরী নদীর বাঁধে ৭ স্থানে ভাঙন
- ৯৯৯-এ ফোনে ধরা পড়ল চুরি হওয়া বাস, সীতাকুণ্ডে চালকসহ আটক
- শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশ
- সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করল ইসরায়েল
- থামছে না পদ্মার ভাঙন, বিলিন হচ্ছে ঘরবাড়ি
- আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আইসিসির
- ৪ মামলায় শ্যোন অ্যারেস্ট আসাদুজ্জামান নূর
- শিবলী রুবাইয়াতের ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ
মূল্যস্ফীতি কমেছে
নিত্যপণ্যের দাম কমাতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম