মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়েই চলেছে। প্রাণহানির ঘটনাও ঘটছে প্রায় প্রতিদিন। ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গুজ্বরে আক্রান্তের বিষয়টি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। সাধারণত বর্ষাকালে ডেঙ্গু সংক্রমণের হার বেড়ে যায়। কিন্তু এ বছর বর্ষা মৌসুম আসার আগেই এর প্রাদুর্ভাব বেড়েছে। এ পর্যন্ত ১৩ হাজারের বেশি রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। মারা গেছেন অর্ধশতকের বেশি মানুষ। সরকারের স্বাস্থ্য বিভাগের হিসাবের বাইরে ঘরে ঘরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি বলা হচ্ছে। এদিকে দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায় জটিল রূপ নেয় ডেঙ্গু পরিস্থিতি। সেখানে ডেঙ্গুজ্বরে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে রীতিমতো হিমশিম খায় সরকারের স্থানীয় স্বাস্থ্য বিভাগ। প্রয়োজনীয় ওষুধ, প্লাটিকেট কিট, জনবল, স্থান সংকটের কারণে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো চাপের মধ্যে রয়েছে। হাসপাতালের শয্যার চেয়ে বেশি রোগীর সংখ্যা। এরই মধ্যে চট্টগ্রামে শনাক্ত হয়েছে মশাবাহিত আরেক রোগ জিকা ভাইরাস। এ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় স্বাস্থ্য বিভাগ। জিকা ভাইরাসের উপসর্গ হলো জ্বর, হাত-পা শরীর ব্যথা ও ফুলে যাওয়া এবং শরীর লালচে হওয়া। চিকিৎসকরা বলছেন, জিকার সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এর চিকিৎসা উপসর্গভিত্তিক। ডেঙ্গু বা জিকা নিয়ন্ত্রণে প্রধানতম কাজ হলো মশা নিয়ন্ত্রণ করা। আর মশা নিয়ন্ত্রণের মূল উদ্যোগ হবে মশার উৎপত্তিস্থল বিনাশ করা। এজন্য স্বেচ্ছা পদক্ষেপ নিতে হবে। নিজের আঙিনা, ঘরবাড়ি, নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রাস্তাঘাট, ড্রেন, জলাশয়, হাটবাজার পাবলিক প্লেস পরিষ্কার ও জলাবদ্ধতা দূরীকরণে নিতে হবে সামাজিক ও সমন্বিত উদ্যোগ। গড়ে তুলতে হবে জনসচেতনতা। স্বেচ্ছা শ্রমভিত্তিক এই জনসচেতনতামূলক কর্মকাণ্ডে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, তরুণদের তথা সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। আর এসবের সমন্বয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো। কিন্তু সময়মতো সঠিকভাবে মশার ওষুধ না ছিটালে, জলাবদ্ধতা দূর না করলে, লার্ভা ধ্বংস না করা হলে জনসচেতনতায়ও কোনো সুফল বয়ে আনবে না।
শিরোনাম
- রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
- রংপুরে বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ২০
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
ডেঙ্গুর চোখ রাঙানি
নিয়ন্ত্রণে চাই সমন্বিত উদ্যোগ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর