বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

টাইগারদের অভিনন্দন

বসুন্ধরা সিমেন্ট টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও সফররত জিম্বাবুয়ে দলকে হোয়াইটওয়াশ করল টাইগাররা। সিরিজের শেষ খেলায় গত সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তারা জিতেছে পাঁচ উইকেটের ব্যবধানে। জিম্বাবুয়ে দল প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ১২৮ রান করে আউট হয়ে যায়। টাইগাররা ২৪.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয়। মিরপুর ম্যাচে বাঁ-হাতি স্পিনার তাইজুল হ্যাটটিক করে নতুন ইতিহাস গড়েছেন। ক্রিকেটের সব ধরনের খেলায় হ্যাটট্রিক অর্জনকারী বোলারের সংখ্যা কম নয়। বাংলাদেশের শাহাদাত, রাজ্জাক ও রুবেল ইতিপূর্বে ওয়ানডেতে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন। বিশ্বপরিসরে ওয়ানডে ক্রিকেটে এর আগে ৩৫টি হ্যাটট্রিক হলেও তাইজুলের সাফল্যের কোনো তুলনা নেই। অভিষেক ম্যাচেই ইতিহাস গড়তে সক্ষম হয়েছেন এই নবীন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দল গত এক বছর কঠিন সময় পার করেছে। আফগানিস্তান ও হংকংয়ের মতো দলের কাছেও তাদের হার মানতে হয়েছে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যখন হতাশার কথা উচ্চারিত হচ্ছিল বসুন্ধরা সিমেন্ট টেস্ট সিরিজ ও বসুন্ধরা সিমেন্ট ওয়ানডে সিরিজ তখন টাইগারদের ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করে। সিরিজ জয়ই শুধু নয়, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে সক্ষম হয়েছে। পাঁচ সপ্তাহ আগে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের প্রাক্কালে দেশের সবাই টাইগারদের জয় কামনা করলেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা সম্ভব হবে তা কেউ কল্পনায়ও আনেননি। মুশফিক ও মাশরাফি বাহিনী সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। বসুন্ধরা সিমেন্ট টেস্ট সিরিজ চট্টগ্রামে শেষ হলেও সিরিজ জয়ের ট্রফি টাইগারদের হাতে তুলে দেওয়া হয়নি। ওয়ানডে সিরিজের পুরস্কার দিতে পারেন প্রধানমন্ত্রী এ সম্ভাবনাকে সামনে রেখে টেস্ট সিরিজের পুরস্কার দান স্থগিত রাখা হয়। সোমবার প্রধানমন্ত্রী নিজে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত থেকে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের ট্রফি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়কের হাতে। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনটি জাতি উদযাপন করল ক্রিকেটের কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে। আমরা বসুন্ধরা সিমেন্ট টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে বাংলাদেশ দলের ধবল ধোলাইকে অভিনন্দন জানাই। টাইগারদের কাছে আমাদের প্রত্যাশা এই অবিসংবাদিত জয়কে তারা আরও বেশি দায়িত্বশীল হয়ে ওঠার জন্য উৎসর্গ করবে। প্রতিটি খেলায় নিজেদের অতিক্রম করার মনোভাব নিয়ে লড়বে টাইগাররা।

সর্বশেষ খবর