সাম্রাজ্যের অধিকাংশ ভূম্যধিকারী ও রাজস্ব-সংগ্রহকারী ছিল হিন্দু। তারা চৌধুরী, খুত ও মুকাদ্দাম নামে পরিচিত ছিল। তারা কৃষকদের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করে অগাধ বিত্তের অধিকারী হয়েছিল এবং প্রায়ই তারা বিদ্রোহের সুযোগ খুঁজত। অতীতের ঘটনা হতে আলাউদ্দিন খলজির বিশ্বাস জন্মেছিল, হিন্দুদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে না পারলে তারা কখনো বাধ্য ও অনুগত হবে না। এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেন, 'আলাউদ্দিন তাদের বিত্তহীন করতে চান, যাতে তারা চক্রান্ত ও বিদ্রোহ করতে না পারে।' সুলতান আলাউদ্দিন এমন কিছু ব্যবস্থা গ্রহণ করলেন, যার ফলে খুত, চৌধুরী ও মুকাদ্দামরা দারিদ্র্য ও দুস্থ অবস্থায় পতিত হলো। বারানি তাদের অবস্থার এক করুণ চিত্র অঙ্কন করেছেন। তার মতে, 'চৌধুরী, খুত ও মুকাদ্দামরা অশ্বপৃষ্ঠে আরোহণ করতে, অস্ত্র সজ্জিত হতে, মিহি বস্ত্র পরিধান করতে অথবা তাম্বুল চর্বণ করতে পারত না। এ বর্ণনার ভিত্তিতে আলাউদ্দিন খলজির 'হিন্দুবিরোধী বিধি ব্যবস্থা' সম্পর্কে একটি মতবাদ গড়ে উঠেছে। এরূপ মত পোষণ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই যে, আলাউদ্দিন খলজির আমলে সাধারণ হিন্দুদের সঙ্গে বিশেষ কঠোর আচরণ করা হতো। তবে রাষ্ট্র পরিপন্থী কেউ কোনো কাজ করুক- এটি তিনি চাইতেন না এবং এর প্রতিরোধকল্পে বিদ্রোহীমনা হিন্দু ও মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ইতস্তত করতেন না। আগেই উল্লেখ করা হয়েছে, সুলতান তার মুসলিম প্রজাদের জায়গির, ধর্মীয় উদ্দেশ্যে নিয়োজিত সম্পত্তি ও ভাতাসমূহ বাজেয়াপ্ত করেছিলেন। হিন্দুদের প্রতি সুলতান আলাউদ্দীনের গৃহীত ব্যবস্থা সম্বন্ধে ড. আর. পি. ত্রিপাঠি বলেছেন যে, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল- ধর্মীয় কারণে নয়। কারণ মুকাদ্দাম বা গ্রাম্য প্রধান, খুত বা ইজারাদার এবং চৌধুরী বা রাজস্ব আদায়কারীরা ছিল প্রধানত হিন্দু এবং তারা সুলতান আলাউদ্দিনের আগে নানারকম, সুযোগ-সুবিধা ভোগ করত।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট