শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা
ভেষজ

রঙের প্রভাব

হলুদ : মন ও বুদ্ধির রং হলুদ। এ রং ব্যবহার করে আমরা কিছু ধারণা ও অভ্যাস থেকে মুক্তি পেতে পারি। লাল : শক্তি, কর্মোদ্যোগ ও পরিবর্তনের প্রতীক। মানুষ যখন মনে করে তার শক্তি কমে যাচ্ছে, তখন শক্তি বাড়ানোর জন্য লাল রং বেছে নেয়। সবুজ : ঐক্য ও সমবেদনার রং। এই রং প্রশান্তি আনে ও সাম্যতা বিধান করে। যারা সবুজ রং পছন্দ করে তারা সাধারণত সহজে অন্যকে বিশ্বাস করে না এবং শান্তিপূর্ণ জীবন পছন্দ করে। এ ছাড়া সবুজ রং দেহের ওজন কমিয়ে দেহকে সুস্থ রাখে। নীল : শান্তির রং। রাতে ভালো ঘুমে সাহায্য করে। নীল রঙের ডায়েট শরীর ঠিক রাখতে উপকারী। তবে মনে রাখা উচিত চারপাশে গাঢ় নীল রং না রাখাই ভালো, কারণ এতে বিষণ্নতা সৃষ্টি হয়। বেগুনি : এই রং নম্র প্রকৃতির। এই রং সংবেদনশীল ও মনে শান্তি আনে।  তবে এ রং কার্যকর ভূমিকা পালন করে।     

            ডা. আলমগীর মতি, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর