অপরাধীরাও মানুষ। তাদের কারাগারে রাখা হয় অপরাধের সাজা হিসেবে। উদ্দেশ্য থাকে সাজা ভোগকালে নিজেদের তারা সুধরে নেবেন। অন্ধকারের পথ থেকে আলোর পথে যাওয়ার মানসিকতা অর্জন করবেন। কারা কর্তৃপক্ষের বাহারি স্লোগান- রাখিব নিরাপদ দেখাব আলোর পথ। কিন্তু এই মহত্তম স্লোগানের কোনো প্রতিফলনই নেই কারাগারে। কারাগারে বন্দীদের আলোর পথ দেখানোর যে আয়োজন তাতে বাদ সাধছে কারা অব্যবস্থাপনার অন্ধকার। পুষ্টিকর খাবারের অভাবে হাজতি আসামিরা নানা রোগে ভুগছেন। এমনকি তারা পাচ্ছেন না পরিমাণ মতো খাবারও। বন্দীদের পুষ্টিকর খাবার এবং তাদের জন্য পুষ্টি বিশেষজ্ঞ নিয়োগ করার জন্য সম্প্রতি সুপারিশ করে এক তদন্ত প্রতিবেদন দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আদালতে হাজিরার জন্য হাজতি আসামিদের কারাগার থেকে বের করা হয় ভোর ৫টায়। এ সময় ৪০ থেকে ৫০ গ্রামের শুকনা চিঁড়া এবং ১০-১২ গ্রামের আখের গুড় তাদের সকালের নাস্তা হিসেবে দেওয়া হয়। চিঁড়ার সঙ্গে কোনো পানিও দেওয়া হয় না। খাবারও থাকে অনিশ্চিত। তদন্ত প্রতিবেদনে বলা হয় আদালত থেকে কয়েদিদের নিয়ে বিকাল ৫টা থেকে ৫টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে বা গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে গাড়ি রওনা দেয়। অথচ কারাগারগুলোতে বিকাল ৫টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে কয়েদিদের রাতের খাবার সরবরাহ করা হয়। সে ক্ষেত্রে আদালতে হাজিরা দিতে যেসব কয়েদি আসেন তাদের রাতের খাবার কারাগার থেকে দেওয়া হয় না। কারণ তারা কারাগারে পৌঁছানোর আগেই খাবার বিতরণ শেষ হয়। সে ক্ষেত্রে কয়েদিদের আত্মীয়-স্বজনের সহায়তায় খাবার সরবরাহের ওপর নির্ভর করতে হয়। কারাবন্দীদের উপযুক্ত পানীয়, খাবার, ওষুধ ও অন্যান্য পরিসেবা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে ওই তদন্ত প্রতিবেদনে। বলা হয়েছে, কারাগারে থাকা কয়েদিরা প্রায়ই চুলকানি জাতীয় চর্মরোগ, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা, পুষ্টিহীনতা ও মনোবিকৃতিতে ভোগেন। দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে তিনগুণের বেশি বন্দী রয়েছে। তাদের মানবাধিকার রক্ষায় সরকার আরও যত্নবান হবে এটি একটি প্রত্যাশিত বিষয়।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল