অপরাধীরাও মানুষ। তাদের কারাগারে রাখা হয় অপরাধের সাজা হিসেবে। উদ্দেশ্য থাকে সাজা ভোগকালে নিজেদের তারা সুধরে নেবেন। অন্ধকারের পথ থেকে আলোর পথে যাওয়ার মানসিকতা অর্জন করবেন। কারা কর্তৃপক্ষের বাহারি স্লোগান- রাখিব নিরাপদ দেখাব আলোর পথ। কিন্তু এই মহত্তম স্লোগানের কোনো প্রতিফলনই নেই কারাগারে। কারাগারে বন্দীদের আলোর পথ দেখানোর যে আয়োজন তাতে বাদ সাধছে কারা অব্যবস্থাপনার অন্ধকার। পুষ্টিকর খাবারের অভাবে হাজতি আসামিরা নানা রোগে ভুগছেন। এমনকি তারা পাচ্ছেন না পরিমাণ মতো খাবারও। বন্দীদের পুষ্টিকর খাবার এবং তাদের জন্য পুষ্টি বিশেষজ্ঞ নিয়োগ করার জন্য সম্প্রতি সুপারিশ করে এক তদন্ত প্রতিবেদন দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আদালতে হাজিরার জন্য হাজতি আসামিদের কারাগার থেকে বের করা হয় ভোর ৫টায়। এ সময় ৪০ থেকে ৫০ গ্রামের শুকনা চিঁড়া এবং ১০-১২ গ্রামের আখের গুড় তাদের সকালের নাস্তা হিসেবে দেওয়া হয়। চিঁড়ার সঙ্গে কোনো পানিও দেওয়া হয় না। খাবারও থাকে অনিশ্চিত। তদন্ত প্রতিবেদনে বলা হয় আদালত থেকে কয়েদিদের নিয়ে বিকাল ৫টা থেকে ৫টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে বা গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে গাড়ি রওনা দেয়। অথচ কারাগারগুলোতে বিকাল ৫টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে কয়েদিদের রাতের খাবার সরবরাহ করা হয়। সে ক্ষেত্রে আদালতে হাজিরা দিতে যেসব কয়েদি আসেন তাদের রাতের খাবার কারাগার থেকে দেওয়া হয় না। কারণ তারা কারাগারে পৌঁছানোর আগেই খাবার বিতরণ শেষ হয়। সে ক্ষেত্রে কয়েদিদের আত্মীয়-স্বজনের সহায়তায় খাবার সরবরাহের ওপর নির্ভর করতে হয়। কারাবন্দীদের উপযুক্ত পানীয়, খাবার, ওষুধ ও অন্যান্য পরিসেবা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে ওই তদন্ত প্রতিবেদনে। বলা হয়েছে, কারাগারে থাকা কয়েদিরা প্রায়ই চুলকানি জাতীয় চর্মরোগ, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা, পুষ্টিহীনতা ও মনোবিকৃতিতে ভোগেন। দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে তিনগুণের বেশি বন্দী রয়েছে। তাদের মানবাধিকার রক্ষায় সরকার আরও যত্নবান হবে এটি একটি প্রত্যাশিত বিষয়।
শিরোনাম
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
কারাগারের চালচিত্র
বন্দীদের মানবাধিকার নিশ্চিত করুন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর