আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে ১৪১ রানের ব্যবধানে বিশাল জয় পেয়েছে টাইগাররা। এ জয়ের বদৌলতে সফরকারী দলের বিরুদ্ধে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে তারা। নবীন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশের সিরিজ জয় আহামরি কোনো ঘটনা নয়। তবে তাত্পর্যের বিষয় হলো এ জয়ের মাধ্যমে ওয়ানডেতে বাংলাদেশের শততম জয়ের রেকর্ড স্থাপিত হয়েছে। ইংল্যান্ডের সঙ্গে মোকাবিলার আগে টাইগাররা নিজেদের স্বাভাবিক চেহারায় ফিরতে পেরেছে এটিও এক বড় অর্জন। সন্দেহ নেই আইসিসিআই’র সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান এক সম্ভাবনাময় নাম। ভারতের মতো ক্রিকেট পরাশক্তিকেও তারা হারিয়েছে দাপটের সঙ্গে খেলে। তারপরও মূলধারার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আফগানদের পার্থক্য যে ব্যাপক তা চোখে পড়ার মতো। সিরিজ জয় করলেও বাংলাদেশ দলের দীর্ঘ অবকাশের ছাপ অনুভূত হয়েছে প্রথম দুই খেলায়। হারতে হারতে প্রথম খেলায় তারা জয়ী হয়েছে অভিজ্ঞতার গুণে। দ্বিতীয় খেলায় এক রানের ব্যবধানে আফগানিস্তান জিতে বাংলাদেশকে কার্যত লজ্জায় ফেলে দেয়। শেষ ম্যাচে টাইগাররা তাদের নামের সঙ্গে সুবিচার করেছে দাপটের সঙ্গে জিতে। সফররত আফগানিস্তান প্রথম দুই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সুবাদে শেষ ম্যাচে জিতে সিরিজ জয়ের স্বপ্নও দেখছিল। কিন্তু শেষ ম্যাচে স্বপ্নভঙ্গের বেদনাই তাদের সাথী হলো। তামিম ইকবালের দাপুটে সেঞ্চুরিতে বাংলাদেশের রান সাড়ে তিনশতে ঠেকতে পারে এমন আশায়ও বুক বেঁধেছিলেন সমর্থকদের কেউ কেউ। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে রানের দৌড় ২৭৯-তেই থেমে যায়। বল হাতে বাংলাদেশ দল আফগানদের বেঁধে ফেলে মাত্র ১৩৮ রানে। আগের দিন আফগানদের কাছে হেরে বোকা বনে যাওয়া বাংলাদেশ দল শনিবার মিরপুরের মাঠে বুঝিয়ে দিয়েছে তারাই সেরা। আফগানদের বিরুদ্ধে দাপুটে জয়ের মাধ্যমে টাইগাররা সফররত ইংল্যান্ডের বিরুদ্ধে আস্থার সঙ্গে খেলার সুযোগ পাবে। ইংল্যান্ডের মতো অভিজাত দলের মোকাবিলার আগে আফগানদের সঙ্গে লড়াইয়ে প্রস্তুতিটা খুব ভালোভাবেই সম্পন্ন করার সুযোগ পেয়েছে মাশরাফি বাহিনী। আমরা আশা করব শততম জয় টাইগারদের আরও আত্মপ্রত্যয়ী ও দায়িত্বশীল করে তুলবে। ভালো কিছু করার জন্য তারা উন্মুখ হয়ে উঠলে সেটিই হবে এক বড় অর্জন।
শিরোনাম
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
টাইগারদের শততম জয়
আত্মপ্রসাদ নয় আত্মপ্রত্যয়ী হতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
