আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে ১৪১ রানের ব্যবধানে বিশাল জয় পেয়েছে টাইগাররা। এ জয়ের বদৌলতে সফরকারী দলের বিরুদ্ধে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে তারা। নবীন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশের সিরিজ জয় আহামরি কোনো ঘটনা নয়। তবে তাত্পর্যের বিষয় হলো এ জয়ের মাধ্যমে ওয়ানডেতে বাংলাদেশের শততম জয়ের রেকর্ড স্থাপিত হয়েছে। ইংল্যান্ডের সঙ্গে মোকাবিলার আগে টাইগাররা নিজেদের স্বাভাবিক চেহারায় ফিরতে পেরেছে এটিও এক বড় অর্জন। সন্দেহ নেই আইসিসিআই’র সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান এক সম্ভাবনাময় নাম। ভারতের মতো ক্রিকেট পরাশক্তিকেও তারা হারিয়েছে দাপটের সঙ্গে খেলে। তারপরও মূলধারার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আফগানদের পার্থক্য যে ব্যাপক তা চোখে পড়ার মতো। সিরিজ জয় করলেও বাংলাদেশ দলের দীর্ঘ অবকাশের ছাপ অনুভূত হয়েছে প্রথম দুই খেলায়। হারতে হারতে প্রথম খেলায় তারা জয়ী হয়েছে অভিজ্ঞতার গুণে। দ্বিতীয় খেলায় এক রানের ব্যবধানে আফগানিস্তান জিতে বাংলাদেশকে কার্যত লজ্জায় ফেলে দেয়। শেষ ম্যাচে টাইগাররা তাদের নামের সঙ্গে সুবিচার করেছে দাপটের সঙ্গে জিতে। সফররত আফগানিস্তান প্রথম দুই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সুবাদে শেষ ম্যাচে জিতে সিরিজ জয়ের স্বপ্নও দেখছিল। কিন্তু শেষ ম্যাচে স্বপ্নভঙ্গের বেদনাই তাদের সাথী হলো। তামিম ইকবালের দাপুটে সেঞ্চুরিতে বাংলাদেশের রান সাড়ে তিনশতে ঠেকতে পারে এমন আশায়ও বুক বেঁধেছিলেন সমর্থকদের কেউ কেউ। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে রানের দৌড় ২৭৯-তেই থেমে যায়। বল হাতে বাংলাদেশ দল আফগানদের বেঁধে ফেলে মাত্র ১৩৮ রানে। আগের দিন আফগানদের কাছে হেরে বোকা বনে যাওয়া বাংলাদেশ দল শনিবার মিরপুরের মাঠে বুঝিয়ে দিয়েছে তারাই সেরা। আফগানদের বিরুদ্ধে দাপুটে জয়ের মাধ্যমে টাইগাররা সফররত ইংল্যান্ডের বিরুদ্ধে আস্থার সঙ্গে খেলার সুযোগ পাবে। ইংল্যান্ডের মতো অভিজাত দলের মোকাবিলার আগে আফগানদের সঙ্গে লড়াইয়ে প্রস্তুতিটা খুব ভালোভাবেই সম্পন্ন করার সুযোগ পেয়েছে মাশরাফি বাহিনী। আমরা আশা করব শততম জয় টাইগারদের আরও আত্মপ্রত্যয়ী ও দায়িত্বশীল করে তুলবে। ভালো কিছু করার জন্য তারা উন্মুখ হয়ে উঠলে সেটিই হবে এক বড় অর্জন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
টাইগারদের শততম জয়
আত্মপ্রসাদ নয় আত্মপ্রত্যয়ী হতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর