আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে ১৪১ রানের ব্যবধানে বিশাল জয় পেয়েছে টাইগাররা। এ জয়ের বদৌলতে সফরকারী দলের বিরুদ্ধে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে তারা। নবীন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশের সিরিজ জয় আহামরি কোনো ঘটনা নয়। তবে তাত্পর্যের বিষয় হলো এ জয়ের মাধ্যমে ওয়ানডেতে বাংলাদেশের শততম জয়ের রেকর্ড স্থাপিত হয়েছে। ইংল্যান্ডের সঙ্গে মোকাবিলার আগে টাইগাররা নিজেদের স্বাভাবিক চেহারায় ফিরতে পেরেছে এটিও এক বড় অর্জন। সন্দেহ নেই আইসিসিআই’র সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান এক সম্ভাবনাময় নাম। ভারতের মতো ক্রিকেট পরাশক্তিকেও তারা হারিয়েছে দাপটের সঙ্গে খেলে। তারপরও মূলধারার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আফগানদের পার্থক্য যে ব্যাপক তা চোখে পড়ার মতো। সিরিজ জয় করলেও বাংলাদেশ দলের দীর্ঘ অবকাশের ছাপ অনুভূত হয়েছে প্রথম দুই খেলায়। হারতে হারতে প্রথম খেলায় তারা জয়ী হয়েছে অভিজ্ঞতার গুণে। দ্বিতীয় খেলায় এক রানের ব্যবধানে আফগানিস্তান জিতে বাংলাদেশকে কার্যত লজ্জায় ফেলে দেয়। শেষ ম্যাচে টাইগাররা তাদের নামের সঙ্গে সুবিচার করেছে দাপটের সঙ্গে জিতে। সফররত আফগানিস্তান প্রথম দুই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সুবাদে শেষ ম্যাচে জিতে সিরিজ জয়ের স্বপ্নও দেখছিল। কিন্তু শেষ ম্যাচে স্বপ্নভঙ্গের বেদনাই তাদের সাথী হলো। তামিম ইকবালের দাপুটে সেঞ্চুরিতে বাংলাদেশের রান সাড়ে তিনশতে ঠেকতে পারে এমন আশায়ও বুক বেঁধেছিলেন সমর্থকদের কেউ কেউ। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে রানের দৌড় ২৭৯-তেই থেমে যায়। বল হাতে বাংলাদেশ দল আফগানদের বেঁধে ফেলে মাত্র ১৩৮ রানে। আগের দিন আফগানদের কাছে হেরে বোকা বনে যাওয়া বাংলাদেশ দল শনিবার মিরপুরের মাঠে বুঝিয়ে দিয়েছে তারাই সেরা। আফগানদের বিরুদ্ধে দাপুটে জয়ের মাধ্যমে টাইগাররা সফররত ইংল্যান্ডের বিরুদ্ধে আস্থার সঙ্গে খেলার সুযোগ পাবে। ইংল্যান্ডের মতো অভিজাত দলের মোকাবিলার আগে আফগানদের সঙ্গে লড়াইয়ে প্রস্তুতিটা খুব ভালোভাবেই সম্পন্ন করার সুযোগ পেয়েছে মাশরাফি বাহিনী। আমরা আশা করব শততম জয় টাইগারদের আরও আত্মপ্রত্যয়ী ও দায়িত্বশীল করে তুলবে। ভালো কিছু করার জন্য তারা উন্মুখ হয়ে উঠলে সেটিই হবে এক বড় অর্জন।
শিরোনাম
- মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
- ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত