বিদেশে দেশের সব দূতাবাস নিজস্ব জমিতে নির্মাণের প্রস্তাবনা নিঃসন্দেহে একটি তাত্পর্যপূর্ণ উদ্যোগ। বিদেশে দেশের দূতাবাসগুলো নিছক একটি ভবন নয়, এটি একখণ্ড বাংলাদেশ। দূতাবাসগুলো ১৬ কোটি মানুষের এই মহান জাতির প্রতিনিধিত্ব করে। দুনিয়ার সব অগ্রসর দেশ-বিদেশে তাদের দূতাবাস তৈরি করে নিজেদের কেনা জমিতে। এটি দেশের মর্যাদার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তত ৩২টি দেশে নিজস্ব জমিতে দূতাবাস স্থাপনের জন্য জমি কেনার পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনাটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এটি অনুমোদিত হলে ২০২৪ সাল নাগাদ বিদেশে বাংলাদেশের যেসব মিশন থাকবে তার অধিকাংশই নিজস্ব জমিতে স্থানান্তর করা সম্ভব হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য একটি সমন্বিত, কার্যকর ও বেগবান পররাষ্ট্র নীতি পরিচালনা এবং বহির্বিশ্বে কূটনৈতিক উপস্থিতি ও তত্পরতা টেকসই করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৫ সেপ্টেম্বর একনেক সভায় বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলো নিজস্ব ভবনে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্প প্রণয়নের নির্দেশনা দেন। স্মর্তব্য, বর্তমানে বিশ্বের ৫৫টি দেশে বাংলাদেশের ৭২টি মিশন রয়েছে। যার মধ্যে ৫৪টি দূতাবাস, দুটি স্থায়ী মিশন, ৮টি কনস্যুলেট জেনারেল, তিনটি ডেপুটি হাইকমিশন, দুটি সহকারী হাইকমিশন, একটি কনস্যুলেট এবং একটি ভিসা অফিস। এর মধ্যে মাত্র ১০টি দূতাবাসের নিজস্ব জমি রয়েছে। তবে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের অর্ধশতাধিক পূর্ণাঙ্গ দূতাবাসের বেশিরভাগই চলছে ভাড়া বাড়িতে। এ কারণে দূতাবাস পরিচালনায় নানা ধরনের সংকট সৃষ্টি হয়। আর্থিক টানাপড়েনসহ নানা ধরনের সীমাবদ্ধতার শিকার হয় দূতাবাসগুলো। স্থায়ী ভবনে দূতাবাস প্রতিষ্ঠা সম্ভব হলে সে সব অনাকাঙ্ক্ষিত সমস্যার ইতি ঘটানো সম্ভব হবে। দূতাবাসগুলোর ভাড়া বাবদ প্রতিবছর যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, তা থেকেও রেহাই পাওয়া যাবে। আমরা আশা করব বিদেশে নিজস্ব জমিতে দূতাবাস প্রতিষ্ঠার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। দূতাবাসে প্রবাসীদের সেবা প্রদানের পর্যাপ্ত সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এমনটিও কাম্য। জমি কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের যোগাযোগের কথাও ভাবা যেতে পারে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ অক্টোবর)
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
- ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ
বিদেশে নিজস্ব জমিতে দূতাবাস
দেশের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নিয়োগবিধি পেল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, সাব-রেজিস্ট্রাররা পদোন্নতি পাবেন শীর্ষপদ পর্যন্ত
১৪ ঘণ্টা আগে | জাতীয়