স্মৃতিবিজড়িত ২০১৬ সালের আজ শেষ দিন। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে বিদায় নেবে গ্রেগরীয় ক্যালেন্ডারের এই স্মরণীয় বছরটি। ২০১৬ সাল জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে নানা কারণে গুরুত্বের অধিকারী। জাতীয় জীবনে ২০১৬ সাল বাংলাদেশের মানুষের জন্য আশাজাগানিয়া বছর হিসেবে যেমন বিবেচিত হবে তেমন বিবেচিত হবে জঙ্গিবাদ উপদ্রুত আতঙ্কের বছর হিসেবে। দেশের অর্থনীতিতে ২০১৬ সাল সাফল্য ও দ্রুত এগিয়ে যাওয়ার বছর হিসেবে বিবেচিত হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের সীমা অতিক্রম করার সাফল্য অর্জিত হয়েছে বিদায়ী বছরে। একের পর এক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও পদ্মা সেতুসহ একসঙ্গে বহুসংখ্যক বড় ধরনের প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে এই সময়ে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা শোনা গেছে দাতা সংস্থা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের মুখে। বাংলাদেশ সফর করে তিনি বলেছেন দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য এখন অন্যদের জন্য অনুকরণীয়। বিদায়ী বছর ছিল রাজনৈতিক স্থিতিশীলতার বছর। সংঘাতের বদলে বিদায়ী বছরে সংলাপের মাধ্যমে সমঝোতার পরিবেশ সৃষ্টির শুভলক্ষণ সৃষ্টি হয়েছে। নতুন নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দিয়েছে সরকারের প্রধান প্রতিপক্ষ বিএনপি। নির্বাচন বর্জনের ভুল পথ থেকে সরে এসে তারা নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এ নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচনের যে পথ রচিত হয়েছে তা আগামী দিনের সব নির্বাচনের জন্য অনুকরণীয় হবে, এমনটিই আশা করা যায়। বিদায়ী বছরটি ছিল জঙ্গিবাদের সঙ্গে ১৬ কোটি মানুষের লড়াইয়ের বছর। গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলা জাতির জন্য যে লজ্জা বয়ে এনেছিল তা ঝেড়ে ফেলতে জঙ্গিবিরোধী অভিযানে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য ছিল আশাজাগানিয়া। একটি আধুনিক ও প্রগতিশীল দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি ধরে রাখতে জঙ্গিবাদবিরোধী সংগ্রামের সাফল্য আশাজাগানিয়া। এ সাফল্য আগামী দিনের পথচলার ক্ষেত্রে সাহস জোগাবে, এমনটিও আশা করা যায়। বিদায়ী বছরে অর্জিত সাফল্যগুলো যে কোনো মূল্যে আগামীতেও ধরে রাখতে হবে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল