স্মৃতিবিজড়িত ২০১৬ সালের আজ শেষ দিন। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে বিদায় নেবে গ্রেগরীয় ক্যালেন্ডারের এই স্মরণীয় বছরটি। ২০১৬ সাল জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে নানা কারণে গুরুত্বের অধিকারী। জাতীয় জীবনে ২০১৬ সাল বাংলাদেশের মানুষের জন্য আশাজাগানিয়া বছর হিসেবে যেমন বিবেচিত হবে তেমন বিবেচিত হবে জঙ্গিবাদ উপদ্রুত আতঙ্কের বছর হিসেবে। দেশের অর্থনীতিতে ২০১৬ সাল সাফল্য ও দ্রুত এগিয়ে যাওয়ার বছর হিসেবে বিবেচিত হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের সীমা অতিক্রম করার সাফল্য অর্জিত হয়েছে বিদায়ী বছরে। একের পর এক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও পদ্মা সেতুসহ একসঙ্গে বহুসংখ্যক বড় ধরনের প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে এই সময়ে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা শোনা গেছে দাতা সংস্থা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের মুখে। বাংলাদেশ সফর করে তিনি বলেছেন দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য এখন অন্যদের জন্য অনুকরণীয়। বিদায়ী বছর ছিল রাজনৈতিক স্থিতিশীলতার বছর। সংঘাতের বদলে বিদায়ী বছরে সংলাপের মাধ্যমে সমঝোতার পরিবেশ সৃষ্টির শুভলক্ষণ সৃষ্টি হয়েছে। নতুন নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দিয়েছে সরকারের প্রধান প্রতিপক্ষ বিএনপি। নির্বাচন বর্জনের ভুল পথ থেকে সরে এসে তারা নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এ নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচনের যে পথ রচিত হয়েছে তা আগামী দিনের সব নির্বাচনের জন্য অনুকরণীয় হবে, এমনটিই আশা করা যায়। বিদায়ী বছরটি ছিল জঙ্গিবাদের সঙ্গে ১৬ কোটি মানুষের লড়াইয়ের বছর। গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলা জাতির জন্য যে লজ্জা বয়ে এনেছিল তা ঝেড়ে ফেলতে জঙ্গিবিরোধী অভিযানে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য ছিল আশাজাগানিয়া। একটি আধুনিক ও প্রগতিশীল দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি ধরে রাখতে জঙ্গিবাদবিরোধী সংগ্রামের সাফল্য আশাজাগানিয়া। এ সাফল্য আগামী দিনের পথচলার ক্ষেত্রে সাহস জোগাবে, এমনটিও আশা করা যায়। বিদায়ী বছরে অর্জিত সাফল্যগুলো যে কোনো মূল্যে আগামীতেও ধরে রাখতে হবে।
শিরোনাম
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান