গার্মেন্টের পর চামড়াজাত পণ্যের উৎপাদন ও রপ্তানিকারী দেশ হিসেবে বাংলাদেশের সামনে সোনালি সম্ভাবনা হাতছানি দিচ্ছে। এ মুহূর্তে চামড়াজাত পণ্যের বৈশ্বিক বাজার ২২ হাজার কোটি ডলারের। এ বাজারের এক বৃহত্তম শরিক চীন। তবে চীনে মজুরি বৃদ্ধি পাওয়ায় তারা চামড়াজাত পণ্য উৎপাদন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের সামনে চামড়াশিল্পে নিজেদের অবস্থান জোরদার করার সুযোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে চামড়াশিল্প বিকাশের অনুকূল পরিবেশ রয়েছে। প্রথমত, এ শিল্পের মূল উপাদান চামড়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। দ্বিতীয়ত, বাংলাদেশে শ্রমের মূল্য এখনো কম। তৃতীয়ত, মানসম্মত চামড়াপণ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান সামনের কাতারে। চতুর্থত, শুল্কমুক্ত বাজার সুবিধাও বাংলাদেশের জন্য সম্ভাবনা সৃষ্টি করছে। আশার কথা, বৈশ্বিক বাজারে চামড়াজাত পণ্য রপ্তানির সম্ভাবনা সামনে রেখে সরকার ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার তিন দিনব্যাপী চামড়াপণ্য প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চামড়াশিল্পের উন্নয়নে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে আরও দুটি চামড়াশিল্প নগরী গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী চামড়াশিল্প খাতের উন্নয়নে চামড়া, পাদুকাসহ চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের ‘প্রডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণাও করেন। প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত শ্রমঘন এই শিল্প বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানে ভূমিকা রাখছে। এ শিল্পের প্রায় শতভাগ কাঁচামাল দেশেই উৎপাদিত হয়। সরকারের আর্থিক ও নীতিসহায়তা কাজে লাগানোয় এখন দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসছে এ খাত থেকে। চামড়াসহ দেশীয় পণ্যের মানোন্নয়নে বিশেষভাবে নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। কারণ এতে রপ্তানি বৃদ্ধি পাবে, বাজার বড় হবে। নতুন নতুন বাজার খুঁজে বের করারও তাগিদ দেন তিনি। রাজশাহী ও চট্টগ্রামে আরও দুটি চামড়াশিল্প নগরী প্রতিষ্ঠা হলে প্রক্রিয়াজাতের অভাবে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা কমবে। বন্ধ হবে চামড়া চোরাচালান। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা রাজশাহী ও চট্টগ্রামে চামড়াপণ্যের শিল্প স্থাপনে উৎসাহী হবেন। দেশের অর্থনীতির জন্য যা আশীর্বাদ বলে বিবেচিত হবে।
শিরোনাম
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন