দেশের সেবা খাতগুলো থেকে সেবা উধাও হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। সেবার বদলে বাণিজ্য প্রাধান্য পাচ্ছে প্রতিটি ক্ষেত্রে। নিষ্ঠুর হলেও সত্যি বাণিজ্যের প্রথাসিদ্ধ নিয়মকানুনও সেবা খাতগুলোতে অনুপস্থিত। চিকিৎসাসেবার ক্ষেত্রে মানুষ প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছে। দেশে প্রতি বছর হাজার হাজার চিকিৎসক সৃষ্টি হলেও আস্থার জায়গা গড়ে উঠছে না। অন্যান্য সেবা খাতের অবস্থাও তথৈবচ। পরিবহন সেবার সরকারি খাতগুলো দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। বেসরকারি খাতের বাস কোম্পানিগুলো ফুলেফেঁপে মুনাফা বৃদ্ধি করে চললেও বিআরটিসি তার অস্তিত্ব হারাতে বসেছে। দেশবাসীর ট্যাক্সের টাকার অপচয় ছাড়া রাষ্ট্রীয় সংস্থা এ যাবৎ কোনো কল্যাণ নিশ্চিত করতে পারছে না। আরব্য রজনীর বাগদাদের চোররা এ সংস্থার প্রতিটি স্তরে অবস্থান নেওয়ায় গ্রাহকসেবার বদলে আত্মসেবা প্রায় সব কর্মকর্তা-কর্মচারীর লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। দেশের সব বেসরকারি টেলিকমিউনিকেশন সংস্থা দাপটের সঙ্গে ব্যবসা বাড়িয়ে চললেও গ্রাহকরা যেন বিটিসিএলের সার্ভিস ছাড়তে পারলেই বাঁচে। দেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীসেবার ক্ষেত্রে লজ্জাজনক ব্যর্থতার নজির রাখলেও সোনা চোরাচালানিদের নির্ভরযোগ্য পরিবহন হিসেবে নাম কিনেছে। বিদেশ থেকে দেশে সোনা ও হীরা আমদানি না হলেও বিমানের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের বদান্যতায় মণকে মণ সোনার গহনার পসরা শোভা পাচ্ছে জুয়েলার্সগুলোতে। এক সময় ডাকবিভাগের সেবার সুনাম ছিল দেশজুড়ে। আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হতেন এ বিভাগের কর্মীরা। কিন্তু অব্যবস্থাপনার শিকার হয়ে ডাকবিভাগ এখন অস্তিত্ব হারানোর পথে। সরকারিভাবে পরিচালিত সেবা খাতগুলোর হতশ্রী অবস্থার জন্য দায়ী দুর্নীতি ও অসততা। ‘এলোমেলো করে দে মা লুটেপুটে খাই’ তত্ত্বের অনুসারী সরকারি সেবা খাতের সিংহভাগ কর্মকর্তা-কর্মচারী। সব প্রতিষ্ঠানে ব্যতিক্রম হিসেবে কিছু সৎ ও নিবেদিতপ্রাণ কর্মী থাকলেও তারা কোণঠাসা অবস্থায়। সরকারি খাতের সেবাধর্মী প্রতিষ্ঠানের পেছনে জনগণের ট্যাক্সের টাকার যে অপচয় ঘটছে তা কাম্য হওয়া উচিত নয়। বেসরকারি সেবার ক্ষেত্রে চিকিৎসা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মুনাফাভিত্তিক মনোভাব সততার সংকট সৃষ্টি করছে। মানুষের জীবন-মরণ নিয়ে চলছে অশোভন খেলা। যা বন্ধ হওয়া দরকার।
শিরোনাম
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
বেহাল সেবা খাত
এ অবস্থার অবসান কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর